জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে করোনা শনাক্ত ১৩
ভুঞাপুর ৫, নাগরপুর ৪, মধুপুর, মির্জাপুর, ঘাটাইল ও সখিপুরে ১ জন করে
মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: দেশের অন্যান্য জেলার মতোই টাঙ্গাইলেও ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত টাঙ্গাইলে মোট ৮৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনকে পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ভ‚ঞাপুর উপজেলায় রয়েছেন ৫ জন, নাগরপুর উপজেলায় ৪ জন, মধুপুর, মির্জাপুর, ঘাটাইল ও সখিপুর উপজেলায় রয়েছেন ১জন করে। এদের মধ্যে ঘাটাইল উপজেলার আক্রান্ত রোগী মারা গেছেন ১জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, টাঙ্গাইল জেলায় এ পর্যন্ত ১৩ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মঙ্গলবার রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, মঙ্গলবার টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ৭৭ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে সখিপুরের এক ব্যক্তি করোনায় পজিটিভ শনাক্ত হন।