সাহিত্য

বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক অ্যাপ্রোচ বিষয়ক আলোচনা

নিউজরুমবিডি; স্টাফ রিপোর্টারঃ বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক অ্যাপ্রোচ বিষয়ক আলোচনা ওয়ার্ল্ড কালচারাল রিকানেকশন’র আয়োজনে ‘বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক অ্যাপ্রোচ’ বিষয়ক আলোচনা এবং কবিতা পাঠ অনুষ্ঠিত হলো, ২৭ তারিখ শুক্রবার সন্ধ্যায়, শাহবাগ পাঠক সমাবেশ কেন্দ্রে। অনুষ্ঠানে আলোচক হিসাবে ছিলেন, এমরান কবির চৌধুরী, ভিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের প্রধান অধ্যাপক জুনায়েদ হালিম, অধ্যাপক ও গবেষক ড. সাইম রানা, কবি ও লেখক জুয়েল মাজহার, অধ্যাপক কবি সরকার মাসুদ, চলচ্চিত্র নির্মাতা হাবিবুর রহমান হাবীব, চলচ্চিত্র নির্মাতা কবি তারেক মাহমুদ, কলকাতার অধ্যাপক ড.দেবজিৎ বন্দোপাধ্যায়, ড. শাহাদত হোসেন নিপু, ডা. আহসান হাবীব, ইসমত শিল্পী, wcr র সমন্বয়ক ও গীতিকার সুজন হাজং, কবি চপল মাহমুদ,সংগীতশিল্পী টি কে তারেক, কবি গিরীস গৈরিক, আবৃত্তি শিল্পী সাদিয়া খান, রিমঝিম সৃষ্টি, মাহি নূর মাহি, দামালউদ্দিন দামাল, স্বকৃত নোমান।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ফারুক সুমন, বদরুল হায়দার, সাম্মী ইসলাম নীলা, নূরিতা নূসরাত খন্দকার, ফারহানা রহমান, দিপংকর মারডুক, জিয়া খন্দকার, ফারহান ইশরাক, শীতল মুনা চৌধুরী, রাসেল আশেকী, তারেকউদ্দিন, রিক্তা রিচি, ফখরুল হাসান, সনজিৎ কুমার সিংহ । অনুষ্ঠানটির প্রধান সমন্বয়ক এবং ওয়ার্ল্ড কালচারাল রিকানেকশন’র সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও কবি মাসুদ পথিক বক্তব্য রাখেন। তিনি জানান সংগঠনটি অান্তর্জাতিক। সংগঠনটি বেশকিছু আন্তর্জাতিক প্রোগ্রামের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। বিশ্ব সংস্কৃতির রিকানেক্ট করাই যার মূল উদ্দেশ্য।

Tags

Related Articles

Close