বিনোদন

সাত বছর পর ফুয়াদের নতুন অ্যালবাম

fu

ক্যানসার-জয়ী সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। দীর্ঘ ৭ বছর পর এই সঙ্গীত পরিচালক নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন। অ্যালবামটির নাম ‘নারী শক্তি’। অ্যালবামটটিতে থাকছেন ছয়জন তরুণ নারী শিল্পী।  শিল্পীরা হলেন- আনিকা, তাশফি, ফাইরুজ নাফিজা, জেফার, আশরিন ও প্রাগাতা। সম্প্রতি অ্যালবামটি নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন এই ছয় শিল্পী। নারীশক্তি আসছে টিএম রেকর্ডসের ব্যানারে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, ‘টিএম রেকর্ডস ভালো মিউজিকের সঙ্গে সবসময় আছে ও থাকবে। ফুয়াদ ভাই আমাদের দেশের অন্যতম গুণী শিল্পী ও সংগীত পরিচালক। দীর্ঘদিন পর তার নতুন অ্যালবামের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। আশা করছি নারী শক্তি থিম নিয়ে আয়োজিত এ অ্যালবামটি দারুণ কিছু হবে।’

nari
ফুয়াদের শেষ অ্যালবামের নাম ছিল ‘হিট ফ্যাক্টরি’।  অ্যালবামটি প্রকাশ পেয়েছিল ২০১২ সালে । এরপর বিভিন্ন সময় সিঙ্গেল ট্র্যাক ও জিঙ্গেলের কাজ করলেও  ফুয়াদের অয়ালবামের আয়োজন করা হয়নি অনেক বছর হলো। অবশেষে প্রায় সাত বছরের বিরতি ভেঙে এবার অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি। এ অ্যালবামটিতে বিনোদনের পাশাপাশি নারী শক্তিকেও তুলে ধরতে চান ফুয়াদ। এ জন্য তিনি নির্বাচন করেছেন ছয় তরুণ শিল্পীকে।
এ প্রসঙ্গে ফুয়াদ বলেন, ‘তরুণ শিল্পীদের নিয়ে অ্যালবামটি করতে যাচ্ছি। তরুণদের মধ্যে অনেক শক্তি থাকে। একসঙ্গে কাজ করতে গিয়ে যে শক্তি আমার মধ্যেও সঞ্চারিত হয়। যাদের দিয়ে গান করাচ্ছি, গত দু’তিন বছর ধরেই তাদের প্রতিভার সঙ্গে পরিচিত আমি। একেক জনের গায়কী ও কণ্ঠস্বর একেক রকম। অ্যালবামটির থিম হচ্ছে নারী শক্তি। আমারও মেয়ে আছে। আমি চাই সমাজে নারী শক্তির জাগরণ ঘটুক।’
Tags

Related Articles

Check Also

Close
Close