Related Articles
২০১৬-০৮-১১
৭৪৯
নিউজরুমবিডি.কম: দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হলো আজ শুক্রবার। এতে প্রার্থী ছিল ৫ লাখ ৩২ হাজার ৫২২ জন। স্কুল পর্যায়ে এবার প্রার্থী তিন লাখ ৫২ হাজার ১৩ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ৮০ হাজার ৫০৯ জন।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল পর্যায় এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারই প্রথমবারের মতো আলাদাভাবে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়, কেবল প্রিলিমিনারিতে উত্তীর্ণদেরই লিখিত পরীক্ষাই ডাকা হবে।
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদ থাকতে হবে। ২০০৫ সাল থেকে এনটিআরসিএ এই পরীক্ষা নেওয়া শুরু করে। আগে এই সনদের মেয়াদ পাঁচ বছর থাকলেও ২০১৩ সালের ১৩ জুন সনদের মেয়াদ আজীবন করে সরকার।