রাজনীতিসর্বশেষ নিউজ

বিএনপি থেকে পদত্যাগ করলেন শমসের মবিন চৌধুরী

Mubinবিশেষ প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগে করছেন বলে জানা গেছে।
গতকাল বুধবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
স্বাস্থ্যগত কারণে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত মহাসচিবের নিকট পদত্যাগপত্র জমা দিলেও শোনা যাচ্ছে, এর নেপথ্যে আরো অনেক কারণ আছে । বিএনপির বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রতি কোনো ক্ষোভ রয়েছে কি না- এমন প্রশ্ন করা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান।
শমসের মবিন চৌধুরী বলেন, “আমি যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা। শারীরিকভাবে এখন আর রাজনীতি করার মতো অবস্থা নেই। স্বাস্থ্যগত কারণে যেহেতু আমি রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছি, সেহেতু দলের কোনো পদে থাকতে আগ্রহী নই। ফলে আমি দলের সকল পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকেই তা কার্যকর হবে।’’
প্রসঙ্গত, ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন তিনি। সে সময় তিনি চেয়ারপারসন খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান। ২০০৯ সালে বিএনপির কাউন্সিল হলে শমসের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়।
Tags

Related Articles

Close