ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
২০১৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
নিউজরুমবিডি.কম: ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, আগামী বছরের ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হবে। আজ রোববার এ সময়সূচি প্রকাশ করেছে মন্ত্রণালয়। আটটি সাধারণ বোর্ডের এসএসসি ও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষার সময়সূচি www.moedu.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
এবার আগে এমসিকিউ (বহুনির্বাচনী) ও পরে তত্ত্বীয় সৃজনশীল পরীক্ষা নেয়া হবে বলে জানা গেছে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট বিরতি থাকবে। সকালের পরীক্ষা ১০টা থেকে এবং বিকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা দুইটা থেকে।
তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা।
৯ মার্চ সংগীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১০ থেকে ১৪ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।