জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে কৃষকের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ মে) দুপুর খাদ্য মন্ত্রালয়ের আয়োজনে জেলা খাদ্য গুদামে চাল সংগ্রহ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। উদ্বোধনে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন(এমপি)। এসময় টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সংরক্ষণ ও চলাচলা কর্মকর্তা মাহমুদ হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ, খাদ্য পরিদর্শক আবু স¤্রাট খান, উপ-খাদ্য পরিদর্শক খ. নিয়াজ আহম্মেদ হিমেল, আহমাদুর রহমান রানা, সহকারি উপ-খাদ্য পরিদর্শক আরমিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চালকল মালিকরা উপস্থিত ছিলেন ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় বোরো মৌসুমে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩২ হাজার ৮৩১ মে.টন, ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৩ হাজার ৫৩৯ মে.টন। এসব চাল জেলার ৩৩০ টি চুক্তি ভিত্তিক চালকল থেকে সংগ্রহ করা হবে। এছাড়া প্রতিজন কৃষক ৩ টন করে ধান খাদ্য গুদামে বিক্রয় করতে পারবে। কৃষক পর্যায়ে সরকার ধান সংগ্রহ করবে ২৭ টাকা কেজি দরে । চাল সংগ্রহ করা হবে ৪০ টাকা কেজি দরে। আগামী ১৬ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

Tags

Related Articles

Close