বাংলাদেশসর্বশেষ নিউজ

রেলের বাড়তি ভাড়া কার্যকর আজ থেকে

railনিউজরুমবিডি.কম: আজ শনিবার থেকে সারাদেশে ৭.১৩ শতাংশ হারে ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর আগে গত ৪ ফেব্রুয়ারি ভাড়া বাড়িয়ে একটি পরিপত্র জারি করে রেলপথ মন্ত্রণালয়।
ইতোমধ্যেই নতুন ভাড়ার চার্ট সব রেলওয়ে স্টেশনে টানিয়ে দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানা যায়, যাত্রী পরিবহন ছাড়াও পার্সেল, মালামাল ও কন্টেইনার পরিবহনে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়ায় রুট ভেদে সাড়ে ৭ থেকে ৯ শতাংশ বাড়ানো হয়েছে।

নতুন হারে ঢাকা-চট্টগ্রাম রুটে শোভন শ্রেণির ভাড়া ২৬৫ টাকা থেকে বেড়ে ২৮৫ টাকা, শোভন চেয়ার ৩২০ থেকে ৩৪৫, এসি চেয়ার ৬১০ থেকে ৬৫৬, এসি সিট ৭৩১ থেকে ৭৮৮ ও এসি বার্থ ১০৯৩ থেকে ১১৮৯ টাকা হবে।
ঢাকা-খুলনা রুটে শোভন শ্রেণির ভাড়া ৩৯০ টাকা থেকে বেড়ে হবে ৪২০ টাকা, শোভন চেয়ার ৪৬৫ থেকে ৫০৫, এসি চেয়ার ৮৯১ থেকে ৯৬১, এসি সিট ১০৭০ থেকে ১১৫৬ ও এসি বার্থ ১৫৯৯ থেকে বেড়ে হবে ১৭৩১ টাকা।
ঢাকা-সিলেট রুটে শোভন শ্রেণির ভাড়া হবে ২৬৫ টাকা, শোভন চেয়ার ৩২০, এসি চেয়ার ৬১০, এসি সিট ৭৩৬ ও এসি বার্থ ১০৯৯ টাকা। ঢাকা-রাজশাহী রুটে এসব শ্রেণির ভাড়া হবে ৮৫, ৩৪০, ৬৫৬, ৭৮২ ও ১০৬৮ টাকা।
Tags

Related Articles

Close