বাংলাদেশসর্বশেষ নিউজ

বিরলে দুইদিনে নয় কোটি টাকার বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন করলেন সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী

খালিদ মাহমুদ চৌধুরীজেড.আই জহির, বিরল (দিনাজপুর) : বিরলে গত শুক্র ও শনিবার এ দুইদিনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিনাজপুর-২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী প্রায় ৯ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমুলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শুক্রবার বিকেলে জিগাতলী ঘাটে নবনির্মিত ৯০ মিটার ব্রীজ, খোজাপুর মোড় থেকে কানাইবাড়ী মোড় ভায়া শুকদেবপুর পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পাকাকরণ ও রাতে মঙ্গলপুর ইউপির শীষগ্রাম ও শহরগ্রাম ইউপির সোনাহারপাড়ায় বিদ্যুতায়নের উদ্বোধন!

শনিবার কাজিপাড়া বাজার হতে রাণীপুকুর হয়ে বোর্ডহাট পর্যন্ত, বোরহানগর কালামাটিয়া ব্রীজের মোড় হতে পাগলাপীর বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ, ভাড়াডাঙ্গী হাট হতে রামচন্দ্রপুর হয়ে পাকুড়া পর্যন্ত রাস্তা পাকাকরণ, ভারাডাঙ্গী বাজার হতে বৈরাগী পাড়া পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন, ৬নং ভান্ডারা ইউনিয়ন পরিষদের সাবেক ভবন হতে রামপুর হাট পর্যন্ত রাস্তা পাকা করণ, নাড়াবাড়ি জি. সি. হতে পুলহাট আর. এইচ. ডি পর্যন্ত পাকা রাস্তাকরণ কাজের উদ্বোধন ও ৬নং ভান্ডারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এবং বেতুড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে ছেতেরা বাজার ও ভান্ডারা পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে পৃথক জন সভার আয়োজন করেন সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকেলে উপজেলার নবগঠিত ১২নং রাজারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এসাহাক আলীর সভাপতিত্বে ছেতেরা বাজারে ও রাত ৮টায় শীষগ্রাম ও সোনাহারপাড়ায় বিদ্যুতায়ন উপলক্ষ্যে শীষগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং

শনিবার বিকেলে ভান্ডারা ইউনিয়ন পরিষদের (পুরাতন) সামনে ভান্ডারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভান্ডারা ইউপির চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে বিশাল জনসভা ছাড়াও রাত ৮টার দিকে শহরগ্রাম ইউপির গগনপুর চৌরাস্তা মোড়ে পথ সভায় প্রধনি অতিথির বক্তব্য দেন তিনি।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন সকল প্রকার দ্বিধাদ্বন্দ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাজ করা এবং ষড়যন্ত্রকারিরা যেন কোন রকম ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সজাগ থাকারও আহ্বান জানান।

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. উপজেলা আওয়ামী লীগের নেতা এম, এ লতিফ, আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, এ, কে, এম মোস্তাফিজুর রহমান বাবু, রমাকান্ত রায়, আনোয়ারুল ইসলাম, শফিকুল আজাদ মনি, এ্যাডভোকেট রবিউল ইসলাম, যুবলীগের নেতা আব্দুল মালেক, ছাত্রলীগের নেতা সারওয়ারুল ইসলাম রাসেল প্রমুখ।

এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা প্রকৌশলী জাকিউর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফেরদৌস আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Tags

Related Articles

Close