বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
দেশবিরোধী চক্রান্ত ঠেকাতে ছাত্রলীগকে মাঠে নামার আহ্বান স্বাস্থ্য মন্ত্রীর
এস.এইচ.উদয়, নিউজরুমবিডি.কম:’দেশ বিরোধী গভীর চক্রান্ত হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ১৯৭৫ এ আমরা যে সুযোগ দিয়েছলাম, শেখ হাসিনার নেতৃত্বে সে সুযোগ দেওয়া হবেনা।’ বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬ তম ও শেখ কামালের ৬৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন,’দেশের উপর যে কোন ধরনের আঘাত মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগকেই সর্বপ্রথম মাঠে নামতে হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এম. সাইফুর রহমান সোহাগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য র. আ. ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী এম.পি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
এ সময় বক্তারা বঙ্গমাতা ও শেখ কামালের স্মৃতিচারণ করেন। বক্তারা স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে শেখ ফজিলাতুন্নেছার অবদানের ভুয়ূসী প্রসংশা করেন। অধ্যাপক ড. আ. মান্নান চৌধুরী বলেন, ‘বঙ্গমাতা না থাকলে হয়তো আমরা এখনো গোলাম হয়েই থাকতাম। কারন তার জন্ম না হলে বঙ্গবন্ধু নেতৃত্ব পূর্ণতা পেতো না, বাংলাদেশও স্বাধীন হতো না।
শেখ কামালের স্মৃতিচারন করে বক্তারা বলেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, পড়ার টেবিলে, খেলার মাঠে, রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনে সর্বত্র তার ছিলো সফল পদচারনা।
আজ বিকাল ৪ টায় শুরু হওয়া আলোচনা সভায় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন হল সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।