বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলের মুজিব কলেজকে জাতীয়করণ করায় এমপি জয়কে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইলের সখিপুরের মুজিব কলেজকে জাতীয়করন করায় টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় এমপি কে সংবর্ধনা দিল সরকারি মুজিব কলেজ ছাত্র সংসদ।
শুক্রবার বিকেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়কে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রয়াত সাংসদ কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুর দিকে স্থানীয় সংসদ সদস্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে কলেজ জাতীয়করণের প্রজ্ঞাপনের কপি হস্তান্তর করেন। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রজ্ঞাপনের কপি সবাইকে পাঠ করে শোনান।
আলোচনাসভায় বক্তারা মুজিব কলেজকে সরকারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয় বলেন, সখিপুরবাসীর দীর্ঘ ৪৩ বছরের স্বপ্ন বাস্তবায়িত হলো। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সরকারি মুজিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু মানিক লাল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধেয় অতিথি অনুপম শাহজাহান জয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ও আইইবি’র ভিপি ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, অধ্যক্ষ রেনুবর রহমান, পৌরমেয়র আবু হানিফ আজাদ, সুলতান শরীফ পান্না, জাহাঙ্গীর তালুকদার, আব্দুল হামিদ, সরকারি মুজিব কলেজ ছাত্র সংসদ ভিপি আব্দুর রউফ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সাঈদ আজাদ, তামান্না মহসিন মৌ, আ. হালিম সরকার লাল, মীর জুলফিকার হায়দার শামীম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধাসহ হাজার হাজার শিক্ষার্থী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কেবিএম রুহুল আমিন ও সরকারি মুজিব কলেজ ছাত্র সংসদের জিএস রাসেল আল মামুন।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষ অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃৃতিক অনুষ্ঠান ও বর্নাঢ্য আতশবাজি। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ক্লোজ আপ তারকা সালমা ও সংগীত শিল্পী সজল এবং নৃত্য পরিবেশন করেন ঈগল ডান্স মিডিয়া’র নৃত্যশিল্পীবৃ্ন্দ।