জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

ভূঞাপুরের অপহৃত ব্যবসায়ী শমসের ফিরে এসেছে দেড় মাস পর

shamsher-fakirমুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: অপহরণের দেড়মাস পর স্বেচ্ছায় ফিরে এসেছেন টাঙ্গাইলের ভূঞাপুরের শমসের ফকির নামের এক ফার্ণিচার ব্যবসায়ী। শুক্রবার (২৮ জুলাই) রাত ৮টার সময় তিনি স্বেচ্ছায় ভূঞাপুর থানায় এসে উপস্থিত হন।

এর আগে ১৪ জুন জেলার ভূঞাপুর পৌর এলাকার ফসলান্দী মোড় এলাকার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকেসহ ভূঞাপুরের আরো দু’জন ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠে।

ফিরে এসে শমসের ফকির জানান, ঐদিন একটি সাদা মাইক্রোবাসেতে তাকে তুলে চোখ বেঁধে ফেলে এবং অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। চোখ বাঁধা অবস্থায়ই একটি কক্ষে আটক রেখে রাজনৈতিক সংশি¬ষ্টতা নিয়ে প্রশ্ন করে। তার কোন রাজনৈতিক সংশি¬ষ্টতা বা থানায় কোন মামলা না থাকায় সাভারের আশুলিয়ায় তাকে ছেড়ে দেয়।

সে আরো জানায়, তাকে তুলে নেয়ায় তার মনে ক্ষোভের সৃষ্টি হয় এবং পরিবারের সাথে মনোমালিন্য থাকায় বাড়ি না ফিরে দেশের বিভিন্ন মসজিদ ও মাজারে ঘুরে বেড়ায়। পরে বাড়ির ও পরিবারের কথা খুব বেশি মনে পড়ায় সে শুক্রবার (২৮ জুলাই) পরিবারের সাথে যোগাযোগ করে থানায় এসে উপস্থিত হয়। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম কাউসার চৌধুরী বলেন, এ ঘটনায় পূর্বেই থানায় একটি অপহরণ মামলা রুজু করা আছে। শমসের ফকিরকে হেফাজতে রেখে শনিবার (২৯ জুলাই) জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হবে।

Related Articles

Close