বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলের সখীপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার না হওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন
নিউজরমবিডি.কম: টাঙ্গাইলের সখীপুরে অপহৃত আদিবাসী স্কুলছাত্রীকে ১২ দিনেও উদ্ধার করতে না পারার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ‘উপজেলা আদিবাসী নির্যাতন প্রতিরোধ কমিটি’।
আদিবাসী নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক রবীন্দ্র কুমার বর্মনের সভাপতিত্বে উপজেলার সাতটি আদিবাসী সংগঠনের নারী-পুরুষ, অপহৃত মেয়েটির বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় কয়েক শতাধিক লোকজন ওই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণি, পৌর মেয়র আবু হানিফ আজাদ, শাহজাহান শাজু, পলাশ বর্মন, হেমন্ত সুইট, অজিৎ কুমার, বিকে চৌধুরি প্রমূখ।
সমাবেশে বক্তারা পুলিশকে অপহৃত আদিবাসী স্কুলছাত্রীকে উদ্ধারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীদের ধরতে অভিনব কৌশল ব্যবহার করা হচ্ছে। আশা করছি, শিগগিরই অভিযান সফল হবে।’
গত ৯ জুলাই মধ্যরাতে প্রকৃতির ডাকে সে একা ঘর থেকে বের হলে অপহরণকারীরা তাকে জোর করে সিএনজি চালিত অটোরিকশায় নিয়ে যায়। মেয়েটি উপজেলার ছোট মৌশা গ্রামে তার মামার বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করে। মেয়েটির পারিবারিক সূত্র জানায়, অপহরণকারী দুই সন্তানের জনক লাবলু মিয়া (৩৫) বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মাঝে মধ্যেই মেয়েটিকে উত্যক্ত করত, প্রলোভন দেখাত ও বিয়েসহ নানা কুপ্রস্তাব দিত। এ ঘটনায় গত ১১ জুলাই শনিবার মেয়েটির বাবা বাদী হয়ে লাবলুকে প্রধান করে চারজনকে আসামি করে সখীপুর থানায় অপহরণের মামলা করেন।