খেলাধূলাজাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

ফুলবাড়ীতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

horse-racing-dinajpurমোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৩ জানুয়ারী) বেলা ৩টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের কড়াই গ্রামে এ প্রতিযোগিতা হয়। ঘোড়দৌড় খেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ২৪জন অংশ নেন। এরা হলেন, উপজেলার বাসুদেবপুরের আজিজুল হক, পুটকিয়ার মাজেদুর রহমান, বারাইহাটের মতিয়ার রহমান, ছিটকড়াইয়ের আব্দুল মজিদ, চিন্তামনের চয়ন রনি, রহমতপুরের জালাল হোসেন, মাদিলাহাটের সিরাজুল ইসলাম, চিরিরবন্দরের নুর ইসলাম, হাসান আলী, হাফিজুল ইসলাম, মো. লিটন, আশরাফুল ইসলাম, মিরাজুল ইসলাম, নওগাঁওয়ের ধামইরহাটের হামিদুল ইসলাম, নাটোরের জামালপুরের ফারুক হোসেন, দিনাজপুরের সবুজ হোসেন, ইয়াকুব আলী, নিলফামারীর ডোমারের জাহিদুল ইসলাম,  জাহিদ খান, বেলাল হোসেন, আব্দুল কাফি ও ডোমারের সালকীর ছাইদুর রহমান ও বগুড়ার শেরপুরের ছনকা গ্রামের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শিশু রাশেদুল ইসলাম রাশেদ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বেতদিঘী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বাবু ও খেলাটির প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী আজম মন্ডল রানা, শিক্ষক সমিতির নেতা তমিজুল ইসলাম রকেট, পুখুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন ইউপি সদস্য বেলাল হোসেন।

ঐতিহ্যবাহী ঘোরদৌড় খেলাটি উপভোগ করার জন্য আশপাশ এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়।

Related Articles

Close