ছড়া/ কবিতাসাহিত্য
শীতের সকাল
রোদ ওঠেছে গগন তলে
হয়েছে সকাল কুয়াশা কেটে।
গোসল করছে জনে জনে
মিষ্টি রোদকে ভালোবেসে।
কাজে যাচ্ছে মানুষ জনে
সকাল বেলা কিছু খেয়ে।
ঘুঘু পাখি সুর ধরেছে
মিষ্টি রোদে মুগ্ধ হয়ে।
কাপড়-চোপড় কাচ্ছে দারা
রৌদ্র গুণে মাতাল হয়ে।
শিশুর মুখে হাসি এসেছে
সূর্যের কিরণ যাচ্ছে বেড়ে।
ভালো লাগছে সূর্যের হাসি
রাত্রি শেষে সকালে এসে।
-শফিকুল ইসলাম
Email: shafiqulislam2655@gmail.com