ক্রিকেটক্রিকেটখেলাধূলা

হংকংকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান

Generated by IJG JPEG Library

জেড.আই জহির: আইসিসি ষষ্ঠ টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রথম রাউন্ডের ৬ষ্ঠ ম্যাচে হংকংকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। প্রথম রাউন্ডের “এ” গ্রুপে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামে আফগানিস্তান ও হংকং ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে হংকং। জবাবে ১৮ ওভারে ৪টি উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে আফগানরা। ফলে ৬ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।

বৃহস্পতিবার নাগপুরে টি-টুয়েন্টি বিশ্বকাপের দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে আফগানিস্তান ও হংকং। টসে জয়লাভ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হংকংয়ের অধিনায়ক তানভীর আফজাল। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে হংকং। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন আংশুমান রাথ। এছাড়া রায়ান ক্যাম্বেল ২৭, জেমি আতিকসন ১৬, কিঞ্চিৎ সাহা ১১ রান করেন। আফগানদের পক্ষে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ নাবী। বাকি দুইটি উইকেট নেয় রাশিদ খান ও গুলবাদিন নাইব।

১১৭ রানের ছোট স্কোর তাড়া করতে নেমে দেখে শুনেই শুরু করে আফগানরা। ওপেনিং জুটিতে মোহাম্মাদ শাহজাদ ও নুর আলী জাদরান ৭০ রান যোগ করে জয়ের রাস্তা সহজ করেন। মোহাম্মদ শাহজাদ ৪০ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪১ রান করে বিদায় নেন। এরপর দলীয় ৯৫ রানে আরেক ওপেনার নুর আলী জাদরান রান আউটের শিকার হন। জাদরান ৩৭ বলে ৩৫ রান করে প্যাভিলিয়ানে ফেরত যান। শেষ দিকে মোহাম্মদ নাবি (১৭) ও নাজিবুল্লাহর (১৭*) রানের উপর ভর করে জয় পায় আফগানিস্তান।

হংকংয়ের পক্ষে রায়ান ক্যাম্বেল ২টি ও নাদিম আহমেদ একটি উইকেট নিজের নামে করেন। অলরাউন্ডার নৈপূন্যের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন আফগান তারকা মোহাম্মদ নাবী।

এদিকে এই জয়ের ফলে বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপ থেকে টপ টেনে যাওয়াটা কঠিন হয়ে পড়েছে জিম্বাবুয়ে-আফগানিস্তানের। কারণ তারা তাদের প্রথম দুই ম্যাচে জয়লাভ করেছে। তাই আগামী ১২ই মার্চ নাগপুরে দ্বিপাক্ষিক মোকাবেলায় যে দল জয়লাভ করবে সেই দল টপ টেনে উত্তীর্ণ করবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

Tags

Related Articles

Close