বাংলাদেশসর্বশেষ নিউজ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে বিরল উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Biralজেড.আই জহির, বিরল (দিনাজপুর) : ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে বিরল উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মঙ্গবার সকালে সংবাদ সম্মেলনে বিরল উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ পূরবী রাণী রায় লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি আগামী ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা পূরবী রাণী জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ ১৮ জুলাই মঙ্গলবার সংবাদ সম্মেলন ও মাইকিংয়ের মাধ্যমে উপজেলায় ব্যাপক প্রচারনা, ১৯ জুলাই বুধবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আগে ব্যানার, ফেষ্টুন সহযোগে সড়ক র‌্যালী উপজেলা পরিষদ গেট হতে বিরল বাজার পর্যন্ত, মাছের পোনা অবমুক্ত করণ বিরল ডিগ্রী কলেজ পুকুরে, ২০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় ভান্ডারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বর্তমান সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২১ জুলাই শূক্রবার বিকাল ৩টায় ফরমালিন বিরোধী অভিযান মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন মোবাইল কোর্ট পরিচালনা, ২২ জুলাই শনিবার সকাল ১১টায় মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিও/প্রামান্য চিত্র প্রদর্শন, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে, ২৩ জুলাই রবিবার বিকাল ৩টায় মৎস্য চাষ বিষয়ক আলোচনা, বির্তক প্রতিযোগিতা ও প্রামান্য চিত্র প্রদর্শন, বিরল বাজার ও ২৪ জুলাই সোমবার সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ-১৭ এর মূল্যায়ণ, পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও বিরল পৌর প্রশাসক এবিএম রওশন কবীরসহ বিরল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags

Related Articles

Close