বাংলাদেশসর্বশেষ নিউজ
রাস্তার বেহাল দশায় ঝিনাইদহের বিষয়খালি বাজার থেকে কুতুবপুর
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে বিষয়খালী বাজার থেকে কুতুব পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার এখন ভগ্নদশা। রাস্তার অবস্থা এতাটাই করুণ যে ভয়ে শহরের মানুষ কেও গ্রামে ফিরতে চান নাা।
জরুরী ভাবে কোন রোগী ওই রাস্তায় পরিবহন করা অসম্ভব। এলাকার মানুষের ভাষ্যমতে ২/৩ জন নারীর সন্তান জন্মেছে এই সড়কের মাঝ পথে। স্থানীয় মেম্বর আতিকুর রহমান বলেন, প্রায় ২০ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে গান্না বাজার, নগরবাথান, বাজারগোপালপুর ও ডেফলবাড়িসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। আর কেশবপুরসহ ছয় গ্রামের মানুষ বসবাস করেন রাস্তার আশেপাশে। অটো ভ্যান, ইজিবাইক ও নছিমন করিমন চলে সড়কটিতে দুই শাতাধীক। কিন্তু কারো যাত্রাই আরামদায়ক নয়। সবাই ঝুকিপুর্ন ভাবে চলাচল করেন।
এলাকার আরেক মেম্বর হাজী জালাল উদ্দীন বলেন, রাস্তাটি এলজিইডি এইচবিবি করেছে ৫/৬ বছর আগে। সংস্কার না করায় চার কিলোমিটার রাস্তায় বড় বড় গর্ত আর খানা খন্দকে ভরে গেছে। দুই কিলোমিটার পিচ করা হলেও বাকী রাস্তা ক্রমশ গ্রাম বাসির জন্য ঝুকিপুর্ণ য়ে উঠেছে।
এলাকার বাসিন্দা বসির আহম্মেদ বলেন, রাস্তাটি দ্রুত করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে গ্রাম বাসির ভোগান্তির শেষ থাকবে না। বিষয়টি নিয়ে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলি আব্দুল মালেক বলেন, গ্রামের কিছু কিছু রাস্তা রাজনৈতিক প্রতিশ্রুতির মাধ্যমে করা হলেও তা রক্ষণাবেক্ষণের জন্য কোন বরাদ্দ নেই। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।