জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
শৈলকুপা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন: মুসা সভাপতি, শিহাব সম্পাদক
ঝিনাইদহ সংবাদদাতাঃ ১৯৭৩ সালে স্থাপিত উপজেলা পর্যায়ে বাংলাদেশের প্রথম প্রেসক্লাব ঝিনাইদহের ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ২০১৭-১৮ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে কবিরপুরে অবস্থিত শৈলকুপা প্রেসক্লাবের নিজস্ব জমিতে নির্মানাধীন ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এম হাসান মুসা সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি শিহাব মল্লিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার সম্পাদক শামীম বিন সাত্তার, যুগ্ম সম্পাদক দৈনিক সোনালী খবর পত্রিকার প্রতিনিধি শেখ মোঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি মনিরুজ্জামান সুমন, অর্থ সম্পাদক দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রতিনিধি আবিদুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক সকালের খবর পত্রিকার প্রতিনিধি এইচ এম ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার প্রতিনিধি রেজাউল ইসলাম রাজন ও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি এএসএম আলীমুজ্জামান।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শৈলকুপা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মহিদুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ‘দৈনিক আমার কাগজ’র স্টাফ রিপোর্টার উজ্জ্বল হোসাইন। এছাড়াও নির্বাচন পর্যক্ষনে নানা শ্রেনী পেশার সুধিজনসহ সরকারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ ও আইনশৃঙ্খলা রক্ষায় শৈলকুপা থানা পুলিশের উপস্থিতি ছিলো সন্তোষজনক।
এবারের নির্বাচনে ২০ জন বৈধ ভোটারের মধ্যে বরাবরের মতো ৯ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে। ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটিকে বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।