বাংলাদেশসর্বশেষ নিউজ

চড়া দামে সার বিক্রি করায় কালীগঞ্জে দু’সার ব্যবসায়িকে জরিমানা

জরিমানামোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ কালীগঞ্জে সরকারের নির্ধারণ করে দেওয়া মুল্যের চেয়ে ইউরিয়া সারের প্রতি বস্তায় বেশি টাকা নেওয়ার অভিযোগে দু,সার ব্যবসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহষ্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যাদব সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ শহরের ভৈৗমিক ট্রেডার্স ও গুডলাক ট্রেডার্স সরকারের নির্ধারণ করে দেওয়া দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করছে এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট যাদব সরকার অভিযান পরিচালনা করে সত্যতা পায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে  ভৌমিক ট্রেডাসকে ১০ হাজার টাকা ও গুডলাক ট্রেডাসকে ৫ হাজার টাকা জরিমান করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র আরো জানান, সরকার নির্ধারণ করে দিয়েছেন প্রতি বস্তা ইউরিয়া সার ৭৮৫ থেকে ৮০০ টাকার বেশি কৃষক পর্যায়ে বিক্রি করতে পারবে না। তার পরে  কিছু কিছু সার ব্যবসায়ী ৮৫০-৯০০ টাকা দরে বিক্রি করছে। যা আইনগত অপরাধ। এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট  যাদব সরকার জানান।

Tags

Related Articles

Close