খেলাধূলাসর্বশেষ নিউজ

চট্রগ্রামের হয়ে খেলবেন মোহাম্মদ আমির?

amirস্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কম: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর এবারের আসরে বিদেশী ক্রিকেটারদের তালিকায় পাকিস্তানি ক্রিকেটারদের সংখ্যাই বেশি। বিদেশি ক্রিকেটারদের এ তালিকায় রয়েছেন মোহাম্মদ আমিরও। শোনা যাচ্ছে, বিপিএল দিয়েই নিষেধাজ্ঞামুক্ত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরবেন মোহাম্মদ আমির।

জানা গেছে, খেলোয়ার নিলামের আগেই বাঁহাতি এ পেসারের দল অনেকটাই ঠিক হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে তিনি খেলতে যাচ্ছেন চট্রগ্রামের হয়ে। এরই মধ্যে চট্রগ্রামের ফ্রাঞ্জাইজি ডিবিএলের সঙ্গে মৌখিক কথাও শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যে হতে পারে চুক্তিও।

‘ডিবিএল চিটাগং বাই কিংস’ দলের অধিনায়কত্ব করবেন দলটির আইকন ক্রিকেটার তামিম ইকবাল। তাঁরই নেতৃত্বে হয়তো দেখা যাবে মোহাম্মদ আমিরকে। এই দলে দেখা যেতে পারে তিলকারত্বে দিলশানকেও। জানা গেছে, দলের কোচ হিসেবে থাকছেন ভারতীয় প্রাক্তন অলরাউন্ডার রবিন সিং।

বিপিএলের এবারের আসরের খেলোয়ারদের যে খসড়া তালিকা প্রকাশ করেছে বিপিএল কতৃপক্ষ, সেখানে পাকিস্তানের ৫২, ইংল্যান্ডের ৪১, ওয়েস্ট ইন্ডিজের ৩৬, শ্রীলঙ্কার ২৫,  জিম্বাবুয়ের ৫, অস্ট্রেলিয়ার ৪, দক্ষিণ আফ্রিকার ৪, নিউজিল্যান্ডের ২ ও অন্যান্য ১৩ বিদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন। আইকন ক্রিকেটারসহ দেশি ক্রিকেটার রয়েছেন ১২৬ জন।

 

Related Articles

Close