বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহে কফি হাউজে ভ্রাম্যমাণ আদালতের হানায় ২০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে কফি হাউজে ভ্রাম্যমাণ আদালতের হানায় ২০ হাজার টাকা জরিমানামোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতা : মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরে পোষ্ট অফিস মোড়ে অবস্থিত অভিজাত রেস্তরা কফি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্টেট সোহেল সুলতান জুলকার নাইম কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিজাত রেস্তরা কফি হাউজে প্রতিদিন ঝিনাইদহ শহরের অভিজাত মানুষের আনাগোনা ছিল। সে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাবার রাখা ফ্রিজের মধ্যে পাওয়া যায় একই সাথে রাখা কাঁচা ও গ্রিল করা গোশত, মুরগীর পা, কাঁচা মাছ, শিক কাবাব, ২০১৫ সালের মেয়াদ উত্তীর্ণ আইস তৈরির ক্রিম, আলু চীপস্। অভিজাত রেস্তরাটিতে খাবার তৈরির স্থানে ছিল নোংরা পরিবেশ।

এ সমস্ত কারনে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী  কফি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

Tags

Related Articles

Close