বাংলাদেশসর্বশেষ নিউজ
বিরলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন
জেড.আই জহির, বিরল (দিনাজপুর) : “মাতৃদুগ্ধ পান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১-৭ আগষ্ট পর্যন্ত সপ্তাহব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৭ এর সমাপনী দিনে বিরলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিরল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আজিবুন নাহার, গাইনি কন্সালটেন্ট মোছাঃ মাসতুরা বেগম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার তাহেরুল ইসলামসহ বিরল এডিপি, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিগণ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।