ক্রিকেটক্রিকেটখেলাধূলা

সঞ্জিত সাহা’র বোলিং অ্যাকশন সন্দেহজনক!

Sanjit Saha.j

জেড.আই জহিরঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অন্যতম সদস্য সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে দাবী আইসিসির। চলমান অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের এগারতম আসরের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশী অফ-স্পিনার সঞ্জিত সাহার বোলিং অ্যাকশনের ব্যাপারে আইসিসি রিপোর্ট করেছে।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-২০১৬ এর উদ্ভোধনী ম্যাচে খেলতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এই তরুণের বোলিং সন্দেহজনক হওয়ায় আইসিসির কাছে রিপোর্ট করে মাঠ আম্পিয়ার। ক্রিকেটের বড় সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যাচ শেষে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট হস্তান্তর করে। ম্যাচ অফিসিয়ালদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ১৮ বছর বয়সী সঞ্জিত সাহা’র বোলিং অ্যাকশন বৈধতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে।

সঞ্জিত সাহা’র বোলিং অ্যাকশন এখন সন্দেহভাজন, তাই তার বোলিং অ্যাকশন নিয়ে পর্যালোচনা করবে আইসিসি। আইসিসি সাহা’র বোলিং অ্যাকশন নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার আগে পরবর্তি ম্যাচে আরও যাচাই-বাছাই করবে। তাই বাংলাদেশের পরবর্তী ম্যাচে খেলতে বাধা নেই সঞ্জিত সাহা’র। আগামী ৩১ জানুয়ারি রোববার কক্সবাজারে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

Tags

Related Articles

Close