বাংলাদেশসর্বশেষ নিউজ

একটি সুন্দর আবাসস্থল গড়তে হলে ব্যাপক হারে বনজ সম্পদ লাগাতে হবে : এমপি গোপাল

একটি সুন্দর আবাসস্থল গড়তে হলে ব্যাপক হারে বনজ সম্পদ লাগাতে হবে এমপি গোপালশেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একটি সুন্দর আবাসস্থল গড়তে হলে ব্যাপক হারে বনজ সম্পদ লাগাতে হবে।

বীরগঞ্জে উপজেলা পরিষদ চত্বরে গত রবিবার উপজেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এসব কথা বলেন। উদ্বোধন শেষে এমপি গোপাল উপস্থিত সকলকে সাথে নিয়ে মেলায় ২২টি ষ্টল পরিদর্শন করেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন’র সভাপতিত্বে উপজেলা কৃষি সমপ্রাসরণ অফিসার অরম্নন চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মো. আলতাফ হোসেন, ওসি আবু আক্ কাছ আহ্ মদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীরগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ও অন্যরা।

৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শেষে উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি’র আয়োজনে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০১৭ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ।

Tags

Related Articles

Close