বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহ বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু হলো আলহেরা ইসলামি ইন্সটিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে

Pic (3)মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ আলহেরা ইসলামি ইন্সটিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষক, শিক্ষার্থীদের হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম এ পদ্ধতির উদ্বোধন করেন। এ সময় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, ম্যানেজিং কমিটির সভাপতি আসমত আলীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকরা জানান, এ পদ্ধতি চালু করার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন উপস্থিতি জানানো হবে অভিভাবকদের। এর ফলে ক্লাসে উপস্থিতি বাড়বে এবং লেখাপড়ায়ও তারা মনোযোগী হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নেওয়া হলে স্কুল ফাঁকি দেওয়ার সুযোগ পাবেনা কোন শিক্ষার্থী।

শিক্ষার্থীরা স্কুলে হাজির হলে বা স্কুল ত্যাগ করলে তা ম্যাসেজের মাধ্যমে তার অভিভবকরা বাসায় বসেই জানতে পারবেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শণ করেন।

Tags

Related Articles

Close