ক্যাম্পাসবাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
২০ জানুয়ারি পাকিস্তানি হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল গণজাগরণ মঞ্চ
নিউজরুমবিডি.কম: আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহাবাগে অনুষ্ঠিত গণজাগরণ মঞ্চের এক বিক্ষোভ সমাবেশে পাকিস্তানি হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
আগামী ২০ জানুয়ারি পাকিস্তানি হাইকমিশন ঘেরাও করা হবে বলে জানান ডা. ইমরান এইচ সরকার।
পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কূটনীতিক মৌসুমী রহমানকে বহিস্কার করায় দেশটির বিরুদ্ধে সরকারের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে আজকের এ বিক্ষোভ কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ।
ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তানের সাথে সম্পর্ক ত্যাগ, বন্ধ ও স্থগিতের দাবি এসেছে গণ মানুষের কাছ থেকে। সেই দাবি পূরণ করে জনগণের যে আকাঙ্খা আর প্রতিফলন দেখান। পাকিস্তান ও জঙ্গিবাদ প্রশ্নে কোনও আপোষ করবেন না। পাকিস্তান এবং জঙ্গিবাদের প্রশ্নে নমনীয়তা পরিহার করে এই জাতিকে নিরাপদে বাচঁবার সুযোগ করে দিতে হবে। আমরা এর আগে সরকারকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। কিন্তু সরকার পাকিস্তানের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়নি। সরকার কেন পাকিস্তানের বিরুদ্ধে নতজানু- এ প্রশ্নও করেন গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র।
গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশের পর শাহবাগ থেকে একটি মশাল মিছিল টিএসসি ঘুরে জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।