খেলাধূলাসর্বশেষ নিউজ

বিপিএলের বকেয়া পরিশোধ করেছে সিলেট রয়্যালস

সিলেট রয়েলসজেড.আই জহির, নিউজরুমবিডি.কম: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের আগের বাকি বকেয়া সব পরিশোধ করেছে সিলেট রয়্যালস।

রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বকেয়া পরিশোধ করেছে সিলেট রয়্যালস। গত দুই আসর মিলে সিলেটের বকেয়া ছিল সাড়ে ৮ কোটি টাকা। দলটির চেয়ারম্যান নাফিসা কামালের দাবী সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে তারা।

সোমবার সন্ধায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তে আসেন সিলেট রয়্যালসের চেয়ারম্যান নাফিসা কামাল। গত দুই আসরের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করেন সিলেট রয়্যালস। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দলটির চেয়ারম্যান। বিসিবির শর্ত অনুযায়ী রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে বকেয়া পরিশোধের তালিকায় নাম লিখিয়েছে সিলেট রয়্যালস।

এদিকে বিপিএলের তৃতীয় আসরে ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক হতে আগ্রহপত্র দিয়েছে দেশের সনামধণ্য ১১টি প্রতিষ্ঠান। বিপিএলের পুরোনো ছয়টি দল তো ছিলই (ফিক্সিংয়ে বাদ ঢাকা গ্ল্যাডিয়েরটস)। কিন্তু দিন দশেক আগেও পুরোনো দলগুলো বিপিএলের তৃতীয় আসরের প্রতি আগ্রহ দেখায়নি। তবে দিন যত ঘনিয়ে আসছে ধীরে ধীরে আগের দলগুলো আগ্রহ দেখাচ্ছে বিপিএলের তৃতীয় আসরকে ঘিরে।

সোমবার বিসিবির বকেয়া পরিশোধ করে সিলেট রয়্যালসের চেয়ারম্যান নাফিসা কামাল সাংবাদিকদের বলেন, “সিলেট রয়্যালসের সম্পূর্ণ পেমেন্ট দিয়ে দিয়েছি। আগামী আসর খেলতে সিলেটের আর এখন কোনো বাধা নেই। দুই আসর মিলে যা বকেয়া ছিল বিসিবির কাছে তা চুকিয়ে দিয়েছি।”

তবে সিলেট রয়্যালস ছাড়াও অন্য ফ্র্যাঞ্চাইজের মালিকানা নিতে পারেন বলেন ইঙ্গিত দিয়েছেন নাফিসা কামাল। তিনি বলেন, “ইনশাল্লাহ নতুন ফ্র্যাঞ্চাইজ নিবো বা সিলেট নিবো সেটা পরে সিদ্ধান্ত হবে। এটা বিসিবি সিদ্ধান্ত নিবে। কোনটা দিবে। তাদের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে।

Related Articles

Close