জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

Tangail Teacherমুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলা জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রণ্ট শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে শহরের শহীদ মিনারের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রণ্টের আহŸায়ক ও সমন্বয়কারী আজাহার আলী মিয়া, শিক্ষক নেতা শহীদুর রহমান খান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাইদুল হক, এসএম আব্দুল আওয়াল, শহিদুল ইসলাম, লুৎফর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি শিক্ষকদের অনুরূপ শিক্ষাগত যোগ্যতা নিয়ে একই সিলেবাসে পাঠদান করেও পদোন্নতি, টাইমস্কেল, পাঁচ শতাংশ প্রবৃদ্ধি, পেনশন, উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতাসহ বিভিন্ন পর্যায়ে তারা বঞ্চিত। এসব বঞ্চনা দূরীকরণে তারা সরকারের পদক্ষেপ কামনা করেন। তাদের দাবিগুলো অতিদ্রুত বাস্তবায়ন নাহলে কঠোর আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেন শিক্ষক নেতারা।

Related Articles

Close