বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে ব্র্যাকের উদ্যোগে সংবাদকর্মীদের জেন্ডার প্রশিক্ষণ

tanমুক্তার হাসান, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইলে ব্র্যাকের মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে জেন্ডার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণে যৌন নির্যাতন প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জেন্ডার সম্পর্কিত সংবাদ পরিবেশনে ভাষা প্রয়োগে সতর্কতা অবলম্বনের প্রশিক্ষণ প্রদান করা হয়। ব্র্যাকের মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্বের জেন্ডার প্রশিক্ষক সানজিদা আহম্মেদ এ প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে সমন্বয়কারী ছিলেন মেজনিন সেক্টর স্পেশালিষ্ট তাহমিনা খাতুন, উজ্জীমান আক্তার ও জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট রেশমা খাতুন।

এছাড়াও টাঙ্গাইলের সরকারি ও এমপিওভুক্ত ২০টি বিদ্যালয়সহ ২টি হাফিজিয়া মাদ্রাসায় মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির আওতায় যৌন হয়রানিরোধ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলছে।

Related Articles

Close