ক্যাম্পাসসর্বশেষ নিউজ
সমন্বিত ভর্তি পরীক্ষায় ঢাবি’র ‘না’
ক্যাম্পাস প্রতিনিধি: সান্ধ্যকালীন কোর্স স্থগিত ও সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে আজ সোমবার বিকেলে আলোচনায় বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। এ সভায় সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহন না করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।
তিনি আরো বলেন, অ্যাকাডেমিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ অ্যাকাডেমিক কাউন্সিল। বিশ্ববিদ্যালয়ের সব প্রফেসর, বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকরা অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য। একাডেমিক কাউন্সিলের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।
প্রসঙ্গত, সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে ভিসিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে ঐ সভায়।