বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Jhinaydhaমো.  জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের এইড ফাউন্ডেশন হল রুমে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এইড ফাউন্ডেশন এর আয়োজনে এল,এফ ডিআরআরএ এর  আর্থিক সহযোগিতায় প্রাইড প্রকল্পের উদ্দোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এইড ফাউন্ডেশনের পরিচালক কমসূচি আশাবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদ,কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হাফিজুল্লাহ আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচি সমন্বয়কারী সুরাইয়া পারভীন শিল্পি। অনুষ্ঠান পরিচালনা করেন এইড ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা সোনিয়া আক্তার লপটি।

আলোচনা সভা শেষে ৬৫ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসাদুজ্জামানসহ অতিথিবৃন্দ ব্যাগ, স্কেলসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরন বিতরন করেন।

অনুষ্ঠানের আলোচনা সভায় প্রতিবন্ধী শিশুদের অভিভাবক, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সমাজ কর্মি, উন্নয়ন কর্মি, দলিত সম্প্দায়ের স্থানীয় বাসিন্দা, সাংবাদিকসহ প্রায় শতাধিক বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

Tags

Related Articles

Close