ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

অবসরের ঘোষণা টাইগার দলপতি মাশরাফির

mashrafeeক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ১০ বছর ধরে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মাশরাফি বিন মর্তুজা। সন্ধ্যা পৌনে সাতটায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দীর্ঘ একটি পোস্টের মাধ্যমে অবসর নেয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গার সঙ্গে টস করতে নেমে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন মাশরাফি। আগামী বৃহস্পতিবারই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য মাঠে নামবেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।

২০০৬ সালে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা হয়েছিলেন মাশরাফি। তখন থেকে নিয়মিত এই ফরম্যাটে খেলে আসছেন ম্যাশ। এখনও পর্যন্ত বাংলাদেশের খেলা ৬৬ টি-টোয়েন্টি ম্যাচের ৫৩টিতেই খেলেছেন তিনি। হয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট শিকারী। আজকের ম্যাচ দিয়ে ২৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন মাশরাফি। মাশরাফির নেতৃত্বে এই ম্যাচের আগ পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৯টি।

Related Articles

Close