বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে লিংক মডেল উন্নয়ন মেলা অনুষ্ঠিত

মুক্তার হাসান,টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলে বিআরডিবি’র আওতাধীন পিআরডিবি’র লিংক মডেল উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার থেকে সারাদেশে যে সকল জেলা পিআরডিবি’র আওতাধীন আছে সে সকল জেলায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে শহরের বিআরডিবি’র (নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন) জেলা দপ্তর প্রাঙ্গনে লিংক মডেল উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। লিংক মডেল ট্রেনিং সেন্টার বিআরডিবি এ মেলার আয়োজন করে। এসময় পিআরডিবি’র (৩)এর প্রকল্প পরিচালক মোঃ আবু সালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  (রেভিনিউ) মুনিরা সুলতানা, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ভাইস চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল ও বিআরডিবি’র উপপরিচালক আব্দুল খালেক প্রমূখ। মেলায় পল্লী উন্নয়ন সমবায়ীদের অংশগ্রহনে সরকারের উন্নয়ন কার্যক্রম, অর্জন ও সাফল্য বিষয়ক আলোচনা এবং বিভিন্ন হস্তশিল্প, কারুশিল্পসহ নানা ধরনের পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়েছে। মেলায় মোট ১১টি  স্টল উপস্থাপন করা হয়েছে।

Related Articles

Close