বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ হবে: টাঙ্গাইলে অর্থমন্ত্রী

tangail-muhitমুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, নির্বাচন কমিশনার নিয়োগ দেয়ার সাংবিধানিক দায়িত্ব মহামান্য রাষ্ট্রপতির। নির্বাচন কমিশনার নিয়োগের জন্য মহামান্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন। রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। এতে সরকারের কোন হস্তক্ষেপ থাকবেনা।

বুধবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ সব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জাল টাকা প্রতিরোধে ভারত সরকার তাদের বড় নোট বাতিল করলেও বাংলাদেশ সরকার এধরনের উদ্যোগ গ্রহনের কথা এখনও ভাবছে না।

মন্ত্রী আরো বলেন,আগামীকাল ৫ জানুয়ারী দেশের জনগন গনতন্ত্রের বিজয় দিবস পালন করবে।
পরে মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. ফেরদৌস হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন কবিরসহ বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

Related Articles

Close