অর্থনীতিবাংলাদেশসর্বশেষ নিউজ

বীরগঞ্জে হাবলুহাট বাজারে অগ্নিকান্ডে ৭টি দোকানের ১০ লক্ষ টাকার মালামাল ভম্মিভূত

শেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে হাবলুহাট বাজারে গত শুক্রবার মধ্য রাতে অগ্নিকান্ডে, ৭টি দোকানের ১০ লক্ষ টাকার মালামাল ভম্মিভূত, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রন করেছে।
উপজেলার সুজালপুর ইউনিয়নের হাবলুরহাট বাজারে মৌসুম আলীর হোটেল থেকে অগ্নিকান্ডের সুপাত হয়ে মুহুর্তের মধ্যে সুমনের মুদির দোকান, মিয়াজ উদ্দিনের হোটেল, ইউসুফ আলী, খায়রুল ও আল আমিনের মুদির দোকান ও আদম আলীর ঔষুধ ফার্মেশীর মালামাল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় শতশত লোকজন আগুন নিভানোর চেষ্টা করে ব্যার্থ হয়।

সংবাদ পেয়ে থানা পুলিশ, পল­ীবিদ্যুৎ ও ঠাকুরগাঁও জেলা সদর থেকে দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করে।

তাৎক্ষনিক ভাবে ক্ষতির পরিমান জানা যায়নি তবে প্রত্যক্ষদর্শিরা জানান, ৭টি দোকান মালিকের আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। সংবাদ পেয়ে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ওসি তদন্ত মোঃ ফকরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থদের মাঝে কোন প্রকার সরকারী অনুদান দেয়া হয়নি বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন জানান, জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী অনুদান দেয়া হবে।

Related Articles

Close