বাংলাদেশসর্বশেষ নিউজ

ফুলবাড়ীতে সিভিএ ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত

Phulbarite CVA Interfaige Meeting-28.08.2016মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ফুলবাড়ী এডিপির সহযোগিতায় আলাদীপুর ভোরের আলো মহিলা সমবায় সমিতি লিঃ এর আয়োজনে সিভিএ ইন্টারফেইস মিটিং-২০১৬ ইং অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনরা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে সেনরা কমিউনিটি ক্লিনিক পরিচালনা পরিষদের সহ-সভাপতি বেলালুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২নং আলাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাফ্ফর হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হাই সিদ্দিকী, ফ্রেন্ডস্ গ্রুপের প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, আলাদীপুর ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মদন চন্দ্র সরকার, সেনরা কমিউনিটি ক্লিনিক পরিচালনা পরিষদের সদস্য ও মেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ মকবুল হোসেন, ফুলবাড়ী এডিপির ৩নং কাজিহাল ইউনিয়ন পোগ্রাম অফিসার জোসেফ মার্ডি, ফুলবাড়ী এডিপির ২নং আলাদীপুর ইউনিয়ন পোগ্রাম অফিসার লেনার্ড রোজারিও,ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সি.এইচ.সি.পি সঞ্জয় কুমার রায়,

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০০০ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছার কারণে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা পায়। “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রাণ” এই স্লোগান সবার মুখে উচ্চারিত হয়।

সাধারণ জনগণকে একটি আদর্শ কমিউনিটি ক্লিনিকের বৈশিষ্ঠ ও কমিউনিটি ক্লিনিক সম্পর্ককে সচেতনতা নিয়ে তারা কথা বলেন। বক্তাদের বক্তব্যে সেনরা কমিউনিটি ক্লিনিকের কিছু সমস্যার কথা বলা হয়, এখানে বিদ্যুৎ নাই, যন্ত্রপাতি ও জনবল সংকট আছে। সমস্যার সমাধানে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ জিয়াবুন্নেছা, আলাদীপুর ভোরের আলো মহিলা সমবায় সমিতি লিঃ এর সভানেত্রী মমতা রাজ বংশি সহ স্থানীয় সুধীজন ও সেনরা গ্রামের শতাধিক নারী-পুরুষ সাধারণ জনগণ।

Tags

Related Articles

Close