অন্যান্যসর্বশেষ নিউজ

ফেসবুকের আদলে চালু হয়েছে ‘বিজয়বুক’

bijoybookআইটি প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আদলে দেশে চালু হয়েছে বিজয়বুক.কম। ফেসবুক, টুইটার সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনপ্রিয়তার শিখরে অবস্থান করলেও দেশি কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিলনা। আর তাই নিজেই নতুন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করার উদ্যোগ নেন বিজয় দত্ত।
উদ্যোক্তা বিজয় দত্তের কাছ থেকে জানা যায়, নিজের আগ্রহ থেকেই তিনি বাংলাদেশের বিভিন্ন সাইট নিয়ে গবেষণা শুরু করেন। আর ২০১৪ সালের ১৬ ডিসেম্বর তিনি চালু করেন http://www.bijoybook.com।
সাইটটি উদ্বাধন করার প্রথম দিনেই এর সদস্য সংখ্যা প্রায় ১৯০০ এর মতো হলেও গত মাসে ক্রাশ করে সাইটটি। সেই সাথে মুছে যায় ডেটাবেজের সকল তথ্যও। তবে সাইটটাকে আবার নতুন করে তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
নতুন এ বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মতোই পাঠানো যাবে ফ্রেন্ড রিকোয়েস্ট, করা যাবে লাইক, কমেন্ট, চ্যাট। আর যে কেউ বিজয়বুকের সাইটে গিয়ে ফেসবুকের মতোই নিজের একাউন্ট খুলতে পারবেন সহজেই।
Tags

Related Articles

Close