ইসলামবাংলাদেশসর্বশেষ নিউজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু কাল

iztemaনিউজরুমবিডি.কম: আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে এবারের ইজতেমার দ্বিতীয় পর্বে ঢাকাসহ ১৬টি জেলার মুসুল্লিরা অংশ নিবেন।

দ্বিতীয় ধাপে যে ১৬টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন সেই জেলাগুলো হচ্ছে- ঢাকা জেলা, ঝিনাইদহ, জামালপুর, ফরিদপুর, নেত্রকানা, নরসিংদী, কুমিল্লা, কুড়িগ্রাম, রাজশাহী, ফেনী, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, বগুড়া, খুলনা, চুয়াডাঙ্গা এবং পিরোজপুর জেলা।

এরই মধ্যে মুসুল্লিরা তাবলীগের দলে দলভুক্ত হয়ে আসতে শুরু করেছেন। মুসুল্লিরা বাস, ট্রাক, পিকআপ, ট্রেন ইত্যাদি যানবাহনে করে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা স্থলে আসছেন। ইজতেমা গেট থেকে যার যার  মালামাল ও প্রয়োজনীয় জিনিসপত্র মাথায়, কাধে নিয়ে ইজতেমা মাঠের নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিচ্ছেন। এবারের ইজতেমার দ্বিতীয় পর্বে ইজতেমা ময়দানকে ২৯ টি খিত্তায় ভাগ করা হয়েছে।

ইজতেমার এ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি। এর আগে ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

 

Tags

Related Articles

Close