বাংলাদেশসর্বশেষ নিউজ
যাকাত নিতে গিয়ে নিহত ২৭ জনের স্বজনদের আর্থিক সহায়তা দিলেন রওশন এরশাদ
নিউজরুমবিডি.কম: গত ১০ জুলাই ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডে নুরানী জরদা ফ্যাক্টরির মালিকের বাসা থেকে যাকাতের কাপড় নিতে গিয়ে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে নিহত হওয়া ২৭ জনের স্বজনদের আর্থিকভাবে সহায়তা দেওয়ার অনুষ্ঠানে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বলেন, ‘নিহতের স্বজনদের পাশে থেকে সরকার সবসময় সহায়তা করবে বলে আমি আশা করি।’
ময়মনসিংহের সার্কিট হাউজ মিলনায়তনে রোববার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি আরো আশ্বস্ত করেন, যাকাতের কাপড় নিতে গিয়ে যাদের অব্যবস্থাপনায় ২৭ জন নিহত হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত শেষে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।
বিরোধী দলীয় নেত্রী তার ব্যক্তিগত ফান্ড থেকে নিহতের স্বজনদের হাতে নগদ পাঁচ হাজার টাকা করে, সরকারের পক্ষ থেকে তিন হাজার টাকা করে এবং এক বান করে টিন দেন।
নিহতদের স্বজনদের হাতে সহায়তা তুলে দেওয়ার সময় বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে ছিলেন মুক্তাগাছা থেকে নির্বাচিত সংসদ সালাউদ্দিন আহমেদ মুক্তি ও জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীসহ প্রশাসনের কর্মকর্তারা।