অর্থনীতিবাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহে আউটসোর্সিং সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা শুরু

 

ঝিনাইjhinaidah mapদহ প্রতিনিধিঃ

প্রতিবেদন ও ফিচার লেখা এবং আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনায়

সক্ষমতা বৃদ্ধির লক্ষে ঝিনাইদহে তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (১০ আগস্ট) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝিনাইদহ ইউনিয়ন

ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ

প্রযুক্তি বিভাগ ‘তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি’ ও তথ্যসেবা

বার্তা সংস্থা (টিএসবি) আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন জেলা

প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার।

 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল আলী। তৃণমূলের

তথ্য জানালা কর্মসূচির সামগ্রিক কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট

উপস্থাপন করেন টিএসবির গবেষণা কর্মকর্তা কাওসার উদ্দিন মারুফ।

বক্তারা বলেন, প্রতিবেদন ও ফিচার লেখা এবং আউটসোর্সিং ও ই-কমার্স

পরিচালনায় সক্ষমতা তৈরি হলে ইউডিসি তথ্য-সক্ষম’ জনগোষ্ঠী তৈরিতে

খুবই শক্তিশালী ভূমিকা পালন করবে। এরই অংশ হিসেবে ঝিনাইদহ জেলার ৬৭

জন উদ্যোক্তাকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়।

Related Articles

Close