ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

রাবিতে চার দফা দাবিতে আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

RU adibashi human chain 08 Aug 2016রাবি প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: রাজশাহী বিশ্ববিদ্যালয় ( রাবি ) আদিবাসী ছাত্র পরিষদ ও রাজশাহী মহানগর পাহাড়ি ছাত্র পরিষদ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেয়াসহ চার দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে। সংগঠন দুটির যৌথ আয়োজনে সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যাল মেইন গেটে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

তাদের অন্য দাবিগুলো হলো, আন্তর্জাতিক আদিবাসী দিবসকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা।

আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক দ্বীপেন চাকমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতিভূষন মাহাতো, রাবি শাখার সভাপতি হেমন্ত চন্দ্র মাহাতো, সাধারণ সম্পাদক নুকুল পাহান, সাংস্কৃতিক সম্পাদক সাবত্রী হেমব্রম, মহানগর পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি মনিশংকর চাকমা, সদস্য নীশিতা চাকমা প্রমুখ।

Related Articles

Close