বিনোদন

আহমেদ হুমায়ূনের সুরে বাংলাদেশের সিনেমায় গাইলেন বলিউডের আরমান মালিক

বিনোদন প্রতিবেদকঃ বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পীদের আরমান আলিফ। ‘বলো দো না জারা’, ‘ওয়াজা তুম হো’ কিংবা ‘তুম হে আপনা বানানে কা’, ‘জাব তাক’, ‘হুয়া হে আজ পেহেলি বার’ কিংবা সানি লিওনের মাস্তিজাদের ‘রোম রোম রোমান্টিক’ এর মত জনপ্রিয় গানগুলো দিয়ে বলিউডে নিজের আসনটা পাকা করে নিয়েছেন এই গায়ক। তবে এবার আরমান আলিফের কথা হবে ঠিকই তবে গল্পটি কিন্তু বলিউডের হবে না। গল্পটি হবে ঢালিউডের।

কেননা এবার তিনি কণ্ঠ বাংলাদেশের সিনেমার গানে। তরুণ নির্মাতা এম রহিম পরিচালিত ‘শান’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন আরমান মালিক। গানটির শিরোনাম ‘দেখলে তোমাকে’। গানটির কথা লিখেছেন প্রসেন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন।আরমান মালিক মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটি জন্য ভয়েস দিয়েছেন।

এ প্রসঙ্গে আরমান মালিক জানিয়েছেন, বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দিতে পেরে আমি খুব উচ্ছ্বসিত।আশা করি গানটি বাংলাদেশে আমার যারা ভক্ত-অনুরাগী আছেন তাদের ভালো লাগবে।

এম রহিম  পরিচালিত ‘শান’ ছবিতে।কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ও পূজা চেরি।এতে আরও অভিনয় করছেন তাসকিন রহমান।নির্মাতা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে শান ছবিটি।

Tags

Related Articles

Close