ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
নাশকতা মামলায় রাবি কর্মচারী গ্রেফতার
শফিকুল ইসলাম, রাবি প্রতিনিধি: নাশকতার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসী বিভাগের কর্মচারী এবং স্থানীয় জামায়াত কর্মী নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে নগরীর মতিহার থানার পুলিশ। রোববার দিবাগত রাতে নগরীর বুধপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাবির ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ বলেন, নাসির উদ্দিন বিভাগে ওয়াটার ফিল্টেশান মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি। এর আগে একটি মামলায় সে হাজিরা দিত বলে জানিয়েছিল।
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, রোববার রাতে নগরীর বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ও জামায়াত কর্মী নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। আজ সোমবার তাকে আদালতে চালান দেয়া হয়েছে।