বাংলাদেশ

পাঞ্জেরী শিশু ফোরামের নির্বাচন অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ১নং এলুয়ারী ইউনিয়ন পাঞ্জেরী শিশু ফোরামের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । রনি চন্দ্র সভাপতি ও রাইটার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত।

১নং এলুয়ারী ইউনিয়ন পরিষদ ভবনে বৃহস্পতিবার (২৩জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পাঞ্জেরী শিশু ফোরামের ১৯২ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক ভাবে তাদের ১১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটির সদস্যদের নির্বাচিত করে । বেলা সাড়ে ৩টায় এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা ১নং এলুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মওলানা নবিউল ইসলাম ।

পাঞ্জেরী শিশু ফোরামের কার্যকরী কমিটির নির্বাচনে নির্বাচিত হলেন, সভাপতি পদে রনি চন্দ্র আনারস প্রতীক নিয়ে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী উর্মি আক্তার বই প্রতীক নিয়ে ২৫ ভোট পেয়েছেন । সহ- সভাপতি পদে আরমিনা আক্তার বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন । সাধারণ সম্পাদক পদে রাইটার রায় গোলাপ ফুল প্রতীক নিয়ে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী আল-আমিন টিউবওয়েল প্রতীক নিয়ে ২৩ ভোট পেয়েছেন । সহ- সাধারণ সম্পাদক পদে আফরিন আক্তার জবা ফুল প্রতীক নিয়ে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী ইলিয়াছ সরেন ইলিশ মাছ প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়েছেন । সাংগঠনিক সম্পাদক পদে কেয়া রাণী দোয়েল প্রতীক নিয়ে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোহাব্বত হোসেন শাপলা ফুল প্রতীক নিয়ে ৪৫ ভোট পেয়েছেন । সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জায়েদ বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন । কোষাধ্যক্ষ পদে মোঃ সুমন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন । সহ- কোষাধ্যক্ষ পদে জামিউল ছাতা প্রতীক নিয়ে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী শাকিলা মোবাইল প্রতীক নিয়ে ৬১ ভোট পেয়েছেন । সাংস্কৃতিক সম্পাদক পদে প্রিয়াংকা রাণী সূর্যমূখী ফুল প্রতীক নিয়ে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী রিমি টুডু  তবলা প্রতীক নিয়ে ৪৭ ভোট পেয়েছেন । ক্রীড়া সম্পাদক পদে রিপন রায় ফুটবল প্রতীক নিয়ে ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী অমিত হাসান ক্রিকেট ব্যাচ প্রতীক নিয়ে ৬৯ ভোট পেয়েছেন ।  প্রকাশনা সম্পাদক পদে আইয়ুব আলী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন ।

নির্বাচনে পাঞ্জেরী শিশু ফোরামের বর্তমান সভাপতি আরমিনা আক্তার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন । নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এডিপি ম্যানাজার পবিত্র বেনেডিক কস্তা, স্পন্সরশীপ টীম লিডার ডেভিট বাস্কে, ১নং এলুয়ারী ইউনিয়ন পোগ্রাম অফিসার পবিত্র বেনেডিক ক্রুজ, শিশু সুরক্ষা সুপারভাইজার শামিম হাসনাত ।

পাঞ্জেরী শিশু ফোরাম ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়ারী ইউনিয়নে শিশুদের অধিকার আদায়, দরিদ্র শিশুদের পড়ালেখার ব্যবস্থা ও বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করছে ।

Related Articles

Close