জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

দেলদুয়ারে ভাটা মালিকের বিরুদ্ধে বিধবা শ্রমিককে ধর্ষনের অভিযোগ

deldoar tangailটাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে ইট ভাটা মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ইট ভাটায় কর্মরত এক বিধবা শ্রমিক। ঘটনাটি ঘটেছে দেউলী ইউনিয়নের মাইঠান গ্রামের বিসমিল­াহ নামক ইট ভাটায়। জানা যায়, গত ৩১ জুলাই বিকেল ৫ টায় মাইঠান গ্রামের বিসমিল­াহ ইট ভাটার মালিক আমির হামজা ও তার সহযোগী বাদল দত্ত ইট ভাটার বিধবা শ্রমিককে ভাটার রান্না ঘরে পালা ক্রমে ধর্ষণ করে। ওই বিধবার বাড়ি আটিয়া ইউনিয়নের ঘুণিকিশোর গ্রামে।

ঘটনাটি প্রথমে আটিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জি: সিরাজুল ইসলাম মলি­ককে জানালে তিনি এর মিমাংসার চেস্টা করেও ব্যার্থ হন। পরে বিধবা ৩ আগষ্ট দেলদুয়ার থানায় ধর্ষণকারী দুই জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিতে যান। ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার কথা বলেন। পরে ১২ আগষ্ট আবার অভিযোগপত্র নিয়ে থানায় গেলে থানা অভিযোগ গ্রহন করেনি বলে জানান ওই বিধবা। রোববার তিনি দেলদুয়ার উপজেলা প্রেস ক্লাবে এসে লিখিতভাবে ঘটনার বর্ননা দিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এব্যাপারে জানতে চাইলে ইট ভাটার মালিক আমির হামজা ধর্ষণের অভিযোগ মিথ্যা দাবী করে বলেন, আমাকে ও আমার সহযোগী বাদল দত্তকে সামাজিক ভাবে হেয় করার চেষ্টা চলছে।

আটিয়া ইউপি চেয়ারম্যান বলেন, এরকম একটি অভিযোগ পেয়েছি। কিন্তু অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, অভিযোগকারী ঘটনার অনেক পরে থানায় এসেছিলেন। অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে বলে অভিযোগ আমলে নেয়া হয়নি।

Related Articles

Close