বাংলাদেশসর্বশেষ নিউজ

সখীপুরে অগ্নিদগ্ধ শিশু শিক্ষার্থীর মৃত্যু

sakhipurমুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলের সখীপুরে অগ্নিদগ্ধ হয়ে হ্যাপি নামের সাত বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘরে জ্বালানো কুপির আগুনে দগ্ধ হয়ে আড়াই মাস চিকিৎসার পর শনিবার ভোররাতে শিশুটির মৃত্যু হয়। সে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামের লাল মাহমুদের মেয়ে এবং হাসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঘরে জ্বালানো কুপির আগুনে শিশু হ্যাপির পড়নের জামা কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে যায়। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। দীর্ঘ আড়াই মাস চিকিৎসা শেষে বৃহস্পতিবার বাড়িতে নিয়ে এলে শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মেজবাহ উদ্দিন জানান, হ্যাপির মর্মান্তিক মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

Related Articles

Close