বাংলাদেশসর্বশেষ নিউজ

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

up electionনিজস্ব প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: মঙ্গলবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মার্চ। আর এবার ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে মোট ৬৮৭টি ইউপিতে।

জানা গেছে, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ ও ৩০ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ৬ এপ্রিল।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, তৃতীয় ধাপের ভোটের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। স্ব স্ব ইউপির তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তি আকারে জারি করবেন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৭৫২ এবং দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউপির তফসিল ১৮ ফেব্রুয়ারি ঘোষণা করে ইসি।

Related Articles

Close