বাংলাদেশসর্বশেষ নিউজ

ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে অ্যাথলেটিক্স প্রতিযোগীতায় রংপুর রিজিয়ন চাম্পিয়ন

bgb championমোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী ২৯  বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদর দপ্তরে ফুলবাড়ী ২৯ বিজিবি’র আয়োজনে  ৪দিন ব্যাপি বিজিবি আন্তঃ রিজিয়ন অ্যাথলেটিক্স প্রতিযোগীতায় উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর চাম্পিয়ন এবং উত্তর-পূর্ব রিজিয়ন সরাইল রানার্স আপ হয়েছে।

আজ বুধবার বিকেলে প্রতিযোগীতার সমাপনী দিনে রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্ণেল আব্দুল খবীর, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. কোরবান আলী, ৪২ দিনাজপুর  ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আখতার ইকবাল।

২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. কোরবান আলী জানান, রংপুর রিজিয়নের তত্ত্বাবধানে, দিনাজপুর সেক্টরের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় ১১ টি স্বর্ণ, ৬ টি রৌপ্য এবং ৬ টি ব্রোঞ্জ পেয়ে রংপুর রিজিয়ন চাম্পিয়ন এবং ৩ টি স্বর্ণ ৬ টি রৌপ্য এবং ৪ টি ব্রোঞ্জ পেয়ে রানার্স আপ হয়। প্রতিযোগিতায় রংপুর রিজিয়নের সৈনিক সবুজ মিয়া সেরা নবীন খেলোয়াড় এবং ল্যান্স নায়ক মো. খন্দকার কিবরিয়া সেরা প্রবীন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

প্রতিযোগীতায় সারা দেশের বিজিবির যশোর, রংপুর, সরাইল এবং চট্টগ্রাম এই চারটি রিজিওয়নের ৫৯ টি ব্যাটালিয়নের বিজিবির খেলোয়াড়েরা প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় ১৮ টি ইভেন্টে ১৫৬ জন প্রতিযোগি অংশ গ্রহন করে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবির অপারেশন অফিসার মেজর এ এস এম রবিউল হাসান, বিজিবি দিনাজপুরের অপারেশন অফিসার মেজর একে এম হাসিবুল হোসেন নবী। পরিশেষে খেলার সমাপ্তি ঘোষণা করেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি।

Tags

Related Articles

Close