আন্তর্জাতিকখেলাধূলা

কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে গেল ব্রাজিল

সপ্তদশ মিনিটে রদ্রিগেস বাঁ থেকে বিপজ্জনক একটি ক্রস বাড়িয়েছিলেন ব্রাজিলের ডি বক্সে। মিরান্দা কর্নারের বিনিময়ে তা বিপদমুক্ত করেন। ৩১তম মিনিটে দূরপাল্লার শট নিয়েছিলেন কার্লোস সানচেস। মিরান্দার গায়ে লেগে তা গোলপোস্টের একটু বাইরে দিয়ে যায়।

৪৩তম মিনিটে ডি-বক্সের সীমানা থেকে কুয়াদরাদোর শট একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

বিরতির একটু আগে প্রথমার্ধে গোলের একমাত্র সুযোগটি আসে ব্রাজিলের। আলভেসের ক্রসে নেইমারের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ অসপিনা। তবে ফিরতি বল হাতে লাগায় হলুদ কার্ড দেখতে হয় ব্রাজিল অধিনায়ককে। বিরতির আগে তো হতাশায় একবার বলে ঘুষিও মেরে বসেন তিনি।

বিরতির পর গোল শোধের জন্য মরিয়া হয়ে আক্রমণে যায় ব্রাজিল। ৪৮তম মিনিটে ডান দিক থেকে ডি-বক্সে ঢুকে ডান পায়ের লক্ষ্যভ্রষ্ট শট নেন নেইমার।

৫১তম মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে কলম্বিয়ার কুয়াদরাদোর শটও পোস্টের বাইরে দিয়ে যায়। ৫৪তম মিনিটে নেইমারে ফ্রি-কিকে বল সোজা যায় গোলরক্ষকের হাতে।

তবে ৫৮তম গোল শোধ করার সবচেয়ে সহজ সুযোগটি হারান ব্রাজিলের রবার্তো ফিরমিনো।

গোলদাতা মুরিয়ো বিপজ্জনক এক ব্যাকপাস দিয়েছিলেন গোলরক্ষককে। অসপিনার পক্ষে বল বিপদমুক্ত করা সম্ভব হয়নি। বদলি হিসেবে নামা দগলাস কস্তা তা পায়ের টোকায় পাঠান বিপজ্জনক এলাকায়। বল যখন ফিরমিনোর পায়ে আসে তখন সামনে অরক্ষিত গোলপোস্ট। কিন্তু এই মিডফিল্ডার অনেক সময় নিয়েও ক্রসবারের ওপর দিয়ে শট নিলেন!

৮৯তম মিনিটে রদ্রিগেসের দারুণ একটি কোনাকুনি নিচু শট একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে না গেল ব্যবধান দ্বিগুণ করতে পারত কলম্বিয়া।

অতিরিক্ত সময়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে কয়েকটি আক্রমণ চালিয়েও সুফল পায়নি ব্রাজিল।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়রা বিবাদে জড়িয়ে পড়লে রেফারি লাল কার্ড দেখান নেইমার আর কলম্বিয়ার বদলি খেলোয়ার কার্লোস বাক্কাকে। ফলে ব্রাজিলের আগামী তিনটি ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক।

এই জয়ে ‘সি’ গ্রুপে ব্রাজিল আর ভেনেজুয়েলার মতো কলম্বিয়ারও পয়েন্ট হলো ৩।

কোপা আমেরিকায় ১০ বার মুখোমুখি হলেও ব্রাজিলের বিপক্ষে এটাই প্রথম জয় কলম্বিয়ার।

Related Articles

Close